Thursday, December 5, 2024

সর্বশেষ

শপথ নিলেন কুয়েতের নতুন আমির শেখ মিশাল

কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। বুধবার দেশটির পার্লামেন্টে তিনি শপথ নেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার সৎভাই শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মৃত্যুবরণ করলে আমির হিসেবে দায়িত্ব পান শেখ মিশাল। তবে বুধবার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে আমিরের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

অভিষেক ভাষণে শেখ মিশাল সংবিধানের নীতির আলোকে দেশ ও জনগণের সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।

মাত্র তিন বছরের মধ্যে কুয়েতের তৃতীয় আমির হলেন ৮৩ বছর বয়সী শেখ মিশাল। ২০২১ সাল থেকে দেশটির ডি ফ্যাক্টো হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ওই সময় অসুস্থতার কারণে শেখ নাওয়াফ তার হাতে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ন্যস্ত করেছিলেন।

২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ন্যাশনাল গার্ডের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬০-এর দশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর ১১ বছর তিনি দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান হিসেবে কাজ করেন।

বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান, সৌদি আরব ও ইরাকের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে দেশটির।

শেখ মিশাল কুয়েতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরব উপসাগরীয় ঐক্য, পশ্চিমা জোট ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে ধারণা করা হয়েছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.