Sunday, April 20, 2025

সর্বশেষ

নার্গিস ফাকরির ‘প্রেমের দরজায়’ কড়া নাড়ছে কে

ঠিক ১২ বছর আগে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী নার্গিস ফাকরি। সৌজন্যে পরিচালক ইমতিয়াজ আলির ছবি ‘রকস্টার’। ছবির দৌলতে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু এসবের সঙ্গে নাকি সেই সময় ডিল করা মোটেই সহজ ছিল না নার্গিসের।

অভিনেত্রীর কথা, ‘আবেগে ভেসে গিয়েছিলাম সেই সময়। ভেবে দেখুন আচমকা একদিন ঘুম থেকে উঠে আপনি দেখলেন নিজে ফেমাস হয়ে গিয়েছেন। আপনি নিজেও একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন’।

এ দিকে দীর্ঘ সময় পেরিয়ে এসে ইন্ডাস্ট্রির সঙ্গে সু-সম্পর্ক গড়ে রাখতে সক্ষম নার্গিস।

অভিনেত্রীর কথায়, ‘সংবেদনশীল মনোভাবের কারণে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলা কঠিন ছিল। মানুষ এসব কিছুতেই বুঝে উঠতে পারেন না। আর খ্যাতিও আমাকে খানিকটা অবাক করেছিল। কেউ আমাকে চেনে না থেকে হঠাৎ করে সবাই আমাকে চিনে উঠেছে, সবটা আচমকা। সবাই আমার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হত। অভিভূত হওয়ার মতো অনুভূতি। এসবের জন্য অবশ্য আমি কৃতজ্ঞ’।

হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি ‘টাটলুবাজ’ ছবির মাধ্যমে ওটিটিতে ডেবিউ করেছেন নার্গিস। ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘আমাকে ভুল ভাবা হত, কারণ প্রত্যেকে যেটা করত আমি সেটা করতাম না। আমি সবসময় নিজের পথে চলার চেষ্টা করেছিলাম। লোকে সেটাই অদ্ভুত ভাবত’।

কাশ্মীরে জন্ম নেয়া এলএ-ভিত্তিক ব্যবসায়ী টোনি বেগের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে নার্গিসকে। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নার্গিস জানিয়েছেন, কেউ একজন তার জীবনে এসেছে। তার সঙ্গে তিনি খুব খুশি। তবে এর থেকে বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী।

অভিনেত্রী নার্গিস ফাকরির কথায়, ওই ব্যক্তি জীবনে আসায় নিজেকে খুব ভাগ্যবান মনে করেন তিনি। নিজেকে পার্টনার পার্সন হিসেবে উল্লেখ করেছেন নার্গিস। যার যত্ন নেন, তার সঙ্গে সমস্ত কিছু ভাগাভাগি করে করতে পছন্দ করেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.