Sunday, April 20, 2025

সর্বশেষ

প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী ছাত্রের গুলিতে নিহত ১৫

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী ছাত্রের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বন্দুকধারীকে মৃত পাওয়া গেছে। ওই ছাত্র প্রাগের নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবাকেও গতকাল মৃত অবস্থায় পাওয়া যায়। প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তবে এটাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে না দেশটির সরকার।

কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর গোটা পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পান।

আরেকজন বিবিসিকে জানান, তিনি চারটি গুলির শব্দ শুনেছেন। সবাই ছোটাছুটি করে নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন। ছাত্রছাত্রীরা ক্লাসরুমের দরজা বন্ধ করে দিয়ে ভেতরেই অবস্থান করেন।

বিবিসি জানায়, চার্লস বিশ্ববিদ্যালয়টি প্রাগের ওল্ড টাউনে অবস্থিত। আকর্ষণীয় পর্যটনস্থল ঐতিহাসিক চার্লস ব্রিজ থেকে ৫০০ মিটারের মধ্যে এর অবস্থান।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.