Sunday, April 20, 2025

সর্বশেষ

প্রতি ভোটকেন্দ্রে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৫ সদস্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখা।

এতে বলা হয়, ‘আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড নিয়োগ করা এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্ত ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‘সকল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণ সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করলেই সংশ্লিষ্ট সকলের নিরপেক্ষতা জনগণের নিকট দৃশ্যমান হবে।’

পরিপত্রে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশ মোতায়েনের হিসাব দেয়া হয়।

এতে বলা হয়, মহানগরের বাইরে সাধারণ এলাকায় প্রতিটি কেন্দ্রে থাকবেন দুজন সশস্ত্র পুলিশ সদস্য, একজন সশস্ত্র অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার (পিসি), অস্ত্র/লাঠিসহ একজন অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার ও ভিডিপি (এপিসি), লাঠিসহ ১০ জন (চার নারী ও ছয় পুরুষ) অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার ও ভিডিপি এবং লাঠিসহ এক থেকে দুজন গ্রাম পুলিশ (দফাদার/মহল্লাদার)।

পরিপত্রে উল্লেখ করা হয়, মহানগরের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিটি কেন্দ্রে থাকবেন তিনজন সশস্ত্র পুলিশ সদস্য, একজন সশস্ত্র অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার (পিসি), অস্ত্র/লাঠিসহ একজন অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার ও ভিডিপি (এপিসি), লাঠিসহ ১০ (চার নারী ও ছয় পুরুষ) অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার ও ভিডিপি এবং লাঠিসহ এক থেকে দুজন গ্রাম পুলিশ (দফাদার/মহল্লাদার)।

মহানগর বা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন নিয়ে পরিপত্রে জানানো হয়, মহানগরভুক্ত সাধারণ এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেন তিনজন সশস্ত্র পুলিশ সদস্য, একজন সশস্ত্র অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার (পিসি), অস্ত্র/লাঠিসহ একজন অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার (এপিসি), লাঠিসহ ১০ জন (চার নারী ও ছয় পুরুষ) অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার ও ভিডিপি।

মহানগরভুক্ত গুরুত্বপূর্ণ এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেন চারজন সশস্ত্র পুলিশ সদস্য, একজন সশস্ত্র অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার (পিসি), অস্ত্র/লাঠিসহ একজন অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার (এপিসি) এবং লাঠিসহ ১০ জন (চার নারী ও ছয় পুরুষ) অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার ও ভিডিপি।

 

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.