Thursday, December 5, 2024

সর্বশেষ

আশিকি সিনেমার সিক্যুয়েলে তৃপ্তি

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমির। এ বছরটি তার অসাধারণ কেটেছে। কালা সিনেমা দিয়ে ছোটপর্দার দর্শকের মন জয়ের পর বড়পর্দায় অ্যানিমেল সিনেমা দিয়ে যাত্রা করেন। এ সিনেমায় রণবীর কাপুরের প্রেমিকা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ভেসে আসে তার ছবি ও ভিডিও।

স্বভাবতই তাকে নিয়ে আগ্রহ বেড়েছে ইন্ডাস্ট্রির প্রযোজক ও নির্মাতাদের। আসছে অনেক সিনেমার প্রস্তাবও। সেই স্রোতে তিনি ডাক পেলেন একটি হিট সিনেমার সিক্যুয়েলে। শোন যাচ্ছে ‘আশিকি ৩’ সিনেমায় দেখা যাবে তাকে।

এতে বলিউডের নতুন প্রজন্মের সুপারস্টার অভিনেতা কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি। অ্যানিমেলে রোমান্টিক দৃশ্যগুলোয় তৃপ্তি দর্শকের মন মজিয়েছেন। ধারণা করা হচ্ছে, সেজন্যই বলিউডের বিখ্যাত রোমান্টিক সিনেমা ‌আশিকির সিক্যুয়েলে ভাবা হয়েছে তাকে।

২০১৩ সালে নির্মাতা মুহিত সুরি পরিচালিত ‘আশিকি ২’-এর সফলতার পর এবার আসতে চলেছে আশিকি ৩। এবারের পর্বটি নির্মাণ করবেন অনুরাগ বসু। সিনেমার নায়ক আগেই নির্বাচন করা হয়েছিল। মাঝে কার্তিকের বিপরীতে সাইফকন্যা সারা আলি খানের অভিনয় করার গুঞ্জন ওঠে। তবে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আশিকি ৩-এ অভিনয় করতে যাচ্ছেন তৃপ্তি।

তবে নতুন এ সিনেমার শুটিং কবে শুরু হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। বলিউডের তথ্যানুযায়ী ২০২৪ সালের শুরুর দিকে সিনেমার শুটিং শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরেও বাজিমাত করবেন এই অভিনেত্রী, সে প্রত্যাশা করাই যায়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.