Sunday, April 20, 2025

সর্বশেষ

ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেয়া যাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না। জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার কাফরুল ও উত্তরার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ৭টায় কাফরুলের পুলপার ও সকাল সাড়ে ৮টায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশ এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহযোগ আন্দোলন সফল করার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন রিজভী।

রিজভী বলেন, আমরা সব দল মিলে জনগণের ভোট ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছি। তবে তারা জনগণকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীকে দিয়ে ভোট দেওয়াতে চায়। কিন্তু যে ভোটে মানুষের কোনো আগ্রহ নাই তাতে হুমকি দিয়ে নেওয়া যাবে না। জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগ সরকারকে লুটেরা ও অবৈধ মন্তব্য করে রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যেসব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে তাদের লুটের সম্পদের প্রকৃত পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি। মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে। অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

এজন্য লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় ভোট বর্জন করে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

লিফলেট বিতরণ কার্যক্রমে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.