বাগেরহাটের মোরেলগঞ্জে শফি চাপরাশি নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে একই গ্রামের মোশাররফ হোসেন তালুকদার নামে একজনকে আটক করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করেছে। কী কারণে এ হত্যা, পরে জানানো হবে।