Sunday, April 20, 2025

সর্বশেষ

অস্ত্র হাতে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নতি করেনি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অস্ত্র হাতে নিয়ে এদেশের ক্ষমতায় এসেছিল, তারা দেশের কোনো উন্নতি করেনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াতের ক্ষমতা মানে দুর্নীতি, সন্ত্রাস। ২০০৮ সালের নির্বাচনে তারা মাত্র ৩০টি আসন পেয়েছিল। যে কারণে তারা ২০১৪ সালে নির্বাচনে আসেনি।’

গত ১৫ বছরে দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের তথ্যপ্রযুক্তি, অর্থনীতি, গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া, রাস্তাঘাট ব্রিজসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। প্রায় ৫ কোটি মানুষকে পারিবারিক কার্ড দিয়ে টিসিবির মাধ্যমে সহযোগিতা দিয়ে যাচ্ছি।’

সরকারপ্রধান বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের আগামী প্রজন্ম হবে শিক্ষায় ও জ্ঞানে স্মার্ট। সমাজ, সরকার ও জনগণ হবে স্মার্ট।’

নিজের সরকারি বাসভবনে চাষাবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সব মানুষের কাছে আহ্বান জানাব–এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। আমাদের নিজেদের ফসল দিয়ে নিজেদের চাহিদা পূরণ করব। প্রয়োজনে আমাদের উৎপাদিত খাদ্য বিদেশে সরবারহ করব।’

ফরিদপুরের জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘টাকা দিয়ে মানুষ কেনা যায় না। টাকা দিয়ে ফরিদপুরের মানুষ কেনা যায় না। ফরিদপুর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মাটি। ফরিদপুরের মানুষ সব সময় নৌকার পক্ষে ছিল, আছে, থাকবে।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.