গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) টহলগাড়ির চালক নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির পাঁচ সদস্যসহ সাতজন আহত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না মিয়ার বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়নের মাঠেরহাট এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা।
তিনি জানান, সকালে বগুড়া থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইস মিল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি টহলগাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী এবং বিজিবির টহলগাড়ির ড্রাইভারসহ পাঁচ সদস্য আহত হয়।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিজিবির পাঁচ সদস্যকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্না মারা যান।