Monday, July 21, 2025

সর্বশেষ

নির্বাচনে জয়ী হব, কত আসনে বলতে চাই না: কাদের

আগামী রোববার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের আশা ব্যক্ত করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটি কত আসন পাবে, তা নিয়ে এখনই মন্তব্য করবেন না।

ভোটের দুই দিন আগে শুক্রবার কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল ও ওআইসির প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ আশার কথা জানান।

সংবাদ সম্মেলনে কাদেরের উদ্দেশে এক সাংবাদিক বলেন, ‘আপনারা কত ভোটার টার্নআউট, মানে কত পারসেন্ট পোলিং (ভোটদান) আপনারা আশা করছেন এবং বিশেষ করে, ঢাকা শহরে কত এবং বাংলাদেশের গ্রামীণ এলাকায় কত? এটা যদি একটু বলেন।’

জবাবে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, ‘গ্রাম-শহর ওইভাবে পার্থক্য রাখার দরকার নেই। আমি শুধু একটা কথাই বলব, টার্নআউট (ভোটার উপস্থিতি) সন্তোষজনক হবে।’

আওয়ামী লীগ নির্বাচনে কতটি আসন পেতে পারে, তা নিয়ে এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘নির্বাচন শেষ হলে এ বিষয়টা তখনই পরিষ্কার হবে, স্পষ্ট হবে। এই মুহূর্তে এই নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। আর আমরা ইনশাল্লাহ নির্বাচনে বিজয়ী হব।

‘কত আসন, সেটা এখন আমি বলতে চাই না। সেটা জনগণের স্বতঃস্ফূর্ততা আছে। আমরা ভালো আসনই পাব, তবে কত, এটা মির্জা ফখরুলের মতো গণক হতে চাই না।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.