Sunday, April 20, 2025

সর্বশেষ

পাবনায় গরু চোর সন্দেহে পিটুনি, নিহত ৩

পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় পিটুনিতে অজ্ঞাতপরিচয় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তবে তাদের নামপরিচয় এখনও পায়নি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার অষ্টমনীষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নৌকায় পালাচ্ছিলেন কয়েকজন। টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করেন। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়স্বজনদের খবর পাঠান। এর মধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। পরে এলাকাবাসী তিনজনকে ধরে সংঘবদ্ধ পিটুনি দেয় ও একজন পালিয়ে যায়। সংঘবদ্ধ পিটুনিতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.