আরব সাগরের সোমালিয়া উপকূলে ছিনতাইয়ের শিকার জাহাজ ‘এমভি লিলা নোরফোক’-এ থাকা ২১ নাবিককে উদ্ধার করেছে ভারতের নৌ কমান্ডোরা। শুক্রবার (৫ জানুয়ারি) তাদের উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জলদস্যুরা পণ্যবাহী জাহাজটি ছিনতাই করে। নৌবাহিনীর পদক্ষেপের ফলে জলদস্যুরা জাহাজটি ছেড়ে পালিয়ে যায়।
নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, জাহাজে থাকা ২১ নাবিকের মধ্যে ১৫ জন ভারতীয়। তারা সবাই ভালো আছেন। জলদস্যুরা জাহাজের কোনো ক্ষতি করতে পারেনি। ছিনতাই হওয়া জাহাজের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় কোনো ক্ষতি হওয়ার আগেই জলদস্যুরা জাহাজ ছেড়ে পালিয়ে যায়।
নৌবাহিনীর এলিট কমান্ডো ইউনিট মার্কোসের সদস্যরা জাহাজটিতে থাকা নাবিকদের উদ্ধার করেন।
সোমালিয়া উপকূলে জাহাজ ছিনতাইয়ের ঘটনা এই প্রথম নয়। গত ডিসেম্বরের মাঝামাঝিও একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করা হয়েছিল। সোমালিয়ার জলদস্যুরাই ওই ঘটনায় জড়িত ছিল বলে জানা যায়। পরে ভারতীয় নৌবাহিনীর তৎপরতায় ১৮ ক্রুসহ জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়।

