Wednesday, December 4, 2024

সর্বশেষ

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৬ যানবাহন, ৯ স্থাপনায় আগুন

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সহিংসতায় ১৬ ঘণ্টায় দেশে মোট ৬টি যানবাহন ও ৯টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃ্ত্তরা।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বার্তা পাঠিয়ে জানিয়েছে।

এতে বলা হয়, এই ১৬ ঘণ্টায় সারা দেশে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা (বৌদ্ধ মন্দির ১, শিক্ষাপ্রতিষ্ঠান ৮) পুড়ে গেছে ও ৪ জন নিহত (ট্রেনের আগুন) হয়েছেন।

ফায়ার সার্ভিস বলছে, ঢাকা সিটিতে একটি, ঢাকা বিভাগ চরটি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে দুটি (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে চারটি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ময়মনসিংহ বিভাগে তিনটি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে।
এই অগ্নিকাণ্ডে ট্রেন একটি (৪টি বগি), পিকআপ দুটি, ট্রাক একটি, কাভার্ড ভ্যান দুটি, বৌদ্ধ মন্দির একটি, শিক্ষা প্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

রোববার সারা দেশে দ্বাদশ সংসদের ভোট হবে। এই নির্বাচন ঘিরে গত কয়েক মাস ধরে দেশজুড়ে চলছে বিরোধীদের সহিংসতা। বিশেষ করে বিএনপির ডাকা হরতাল-অবরোধে সহিংসতা হচ্ছে বেশি।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে হরতাল, অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি। শুরু থেকে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার এবং সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বাদে বাকি দিনগুলোতে কর্মসূচি পালন করছিল বিএনপি ও সমমনা দলগুলো।

তবে কদিন আগে এসে এক পর্যায়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে তারা। এখন ওই কর্মসূচির পর আবার পুরোনো কর্মসূচি হরতালে ফিরে গেছে বিএনপি।
হরতাল-অবরোধে ঢাকাসহ সারা দেশেই গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এমন সংকেটের মধ্যেই ঝুঁকি নিয়ে রাস্তায় নামছে মানুষ।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.