শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে প্রতিদ্বিন্দ্বীতাপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যে কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সাত ঘণ্টায় ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ। এরপর শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচনে অংশ নিয়েছে ২৮টি দল। দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন, স্বতন্ত্র ৪৩৬ জন। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে। সাতটি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। দুইজন প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।
সংঘাত-দণ্ড-ভোট বাতিল
সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. জিল্লুর রহমান মীরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি। মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।
চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। কালো জ্যাকেট পরিহিত শামীম আজাদ নামের এক যুবককে গুলি ছুড়তে দেখা গেছে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শামীমের বিরুদ্ধে মিরসরাই থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে। এর আগে ২০১৮ সালের ২৭ জুলাই চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
ফেনী-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। ফেনীর সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রের ভোট গ্হণ দুই ঘণ্টা বন্ধ ছিল। আরেকটি ভোটকেন্দ্রে সিল মারা ২৫টি ব্যালট জব্দ ও পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ-২ আসনের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে সিল দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের পর ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। পরে ওই বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোটগ্রহণ বাতিল করা হয়।
আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান। তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সামনে ব্যালট বাক্স ভাঙচুর করার কারণে ওই বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
ময়মনসিংহে একটি কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে মোহাম্মদ মাকসুদ আলম জানান।