উত্তরের জেলা নওগাঁর সংসদীয় আসন ৪৯, নওগাঁ-৪, মান্দা উপজেলার আসনে আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা। তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার নাহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট।
রোববার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে ১১৭ কেন্দ্রের বেসরকারি এই ফলাফল জানান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
এ ছাড়া এই আসনের বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক স্বতন্ত্র থেকে ঈগল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ১৯০ ভোট।
কুশায়া উপেক্ষা করে রোববার সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়। সকালের পর দুপুরের দিকে একটু ভোটার উপস্থিতি কম হলেও দুপুরের পর থেকে তা আবার বাড়তে শুরু করে।
মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ভোটের ফলাফল বিকেল থেকেই আসা শুরু করে। প্রায় সবগুলো ইউনিয়নেই এগিয়ে ছিল ব্রহানী সুলতান মামুদ গামার ট্রাক।
এর আগে সকালে ৮টার কিছু পরই মৈনয় হাইস্কুল কেন্দ্রে ভোট দেন গামা। তিনি এ সময় সবাইকে সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতাম মামুদ গামা আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে পাননি। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। এরপর মান্দা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন গামা।
পরে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ হয় গামার। পান ট্রাক প্রতীক। সেই প্রতীকে নির্বাচনের প্রচারে ব্যাপক সাড়া দেয় তৃণমূলের মানুষ। মূলথ তৃণমূলের মানুষ হিসেবেই পরিচিত গামা।
তার বিজয়ে এলাকায় উল্লাস ও বিভিন্ন স্থানে মিছিল করেছেন তার সমর্থকরা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তাকে অভিনন্দন জানাচ্ছেন তারা।