Saturday, April 19, 2025

সর্বশেষ

সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা, যাদের উপস্থিতিতে এরই মধ্যে ভরে উঠেছে সমাবেশস্থল।

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বুধবার খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহবাগ, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, দলে দলে মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ মূল সংগঠনের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।

সমাবেশে এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। দলটির সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব) ফারুক খান এবং ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন মঞ্চে অবস্থান নিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় ও মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতৗীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতা পায় আওয়ামী লীগ। ভোটে জেতার পর এটিই আওয়ামী লীগের প্রথম সমাবেশ।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.