Wednesday, December 4, 2024

সর্বশেষ

একই দিনে পরী-শিলার সিনেমা

এখন পর্যন্ত চূড়ান্ত আছে ১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ সিনেমা দুটি। কাগজের বউয়ে নামভূমিকায় অভিনয় করেছেন সময়ের গ্ল্যামারাস ও জনপ্রিয় নায়িকা পরীমনি। অন্যদিকে শেষ বাজির প্রধান দুটি চরিত্রের একটিতে অভিনয় করেছেন আলোচিত নায়িকা শিরীন শিলা।

সবকিছু ঠিক থাকলে ১৯ জানুয়ারি একই দিনে দুই বান্ধবী পরীমনি ও শিরীন শিলা অভিনীত দুটি সিনেমা ঢাকাসহ দেশের সিনেমা হলগুলোয় মুক্তি পাবে।

শিরীন শিলা জানান, পরীমনির সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কটা শুরু মূলত মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’য় অভিনয় করতে গিয়ে। এরপর আর কখনও সেই বন্ধুত্বে ও পথচলায় দূরত্বের সৃষ্টি হয়নি। শিরীন শিলা বলেন, ‘বলা যায় একেবারেই কাছাকাছি সময়ে চলচ্চিত্রে আমার আর পরীমনির যাত্রা। অনেক সংগ্রাম ও শ্রম দিয়ে পরী তার শক্ত অবস্থান করে নিয়েছে। কাজে ও চিন্তায় সে সৎ ছিল বলেই এতটা খ্যাতি ও সাফল্যের চূড়ায় যেতে পেরেছে। আমার কাছে সে প্রেরণা। তার অভিনীত কাগজের বউ সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা।’

শিরীন শিলাকেও শুভেচ্ছা দিয়েছেন পরী। তিনি বলেন, ‘শিলা আমার সেরা বন্ধুদের একজন। আমার পাশে থেকেছে সে সব সময়। দুজনের সিনেমা মুক্তি পাচ্ছে একই দিনে। আমি খুব এনজয় করছি ব্যাপারটা।’

কাগজের বউয়ে পরীমনির বিপরীতে রয়েছেন ডি এ তায়েব। অন্যদিকে শেষ বাজিতে শিরীন শিলার বিপরীতে সাইমন সাদিক।

পরীমনি এ মুহূর্তে ব্যস্ত রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং নিয়ে। এ ছাড়া তিনি মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বুকিং’ ফিল্মে কাজ করছেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.