Saturday, April 19, 2025

সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক প্রতারণা মামলায় ই-মার্কেটপ্লেস ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

এর আগে রাসেল ও শামীমা নাসরিনকে এ মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলাসূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ মার্চ বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন তানভীর হোসেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করেননি।

এরপর গত ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটি চেক দেওয়া হয়। কিন্তু চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর লিগ্যাল নোটিস পাঠানো হয়। পরে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা ও রাসেলের বিরুদ্ধে মামলা করেন তানভীর হোসেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.