Saturday, April 19, 2025

সর্বশেষ

প্রথম দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে যাবেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া বহুপক্ষীয় সফরে আগামী ১৭ জানুয়ারি উগান্ডা সফরে যাবেন বলে জানান হাছান মাহমুদ।

সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য দৃশ্যমান হয়। সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রথম দ্বিপক্ষীয় সফর স্পষ্টত চাচ্ছি ভারত হবে।’

তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক এখন একটি অনন্য উচ্চতায় রয়েছে। সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশের নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় রয়েছে। দুই প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সম্পর্কের নতুন মাত্রা পাবে। পারস্পরিক সহযোগিতা কীভাবে ইতিবাচকতা ধরে রাখার বিষয়ে আলাপ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চলমান প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে শেষ করার বিষয়ে কথা হয়েছে। রেলওয়ের উন্নয়ন, পাওয়ার প্ল্যান্ট নির্মাণ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, স্টার্ট আপ প্রকল্পগুলো চলমান রয়েছে।’

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, ডিজিটাল ইকোনমিসহ আরও নতুন নতুন সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে কাজ করার আশাবাদী। এই সরকারের নতুন মেয়াদে দুই দেশের চলমান সম্পর্ক আরও গতিপাবে। ভারত সব সময় বাংলাদেশের মানুষের সঙ্গে থাকতে চায়। সামনের দিনগুলোতেও থাকবে।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.