আওয়ামী লীগ ক্ষমতায় আসায় দেশের ভাবমূর্তি পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেলে দলের যৌথসভায় সভাপতিত্বকালে তিনি এ মন্তব্য করেন।
সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন হয়েছে। এখন আর কেউ দুর্ভিক্ষের দেশ, ভিক্ষুকের দেশ হিসেবে মনে করে না। এখন মনে করে বাংলাদেশে একটা উন্নয়নের রোল মডেল।’
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসেন শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।
দেশের এই উন্নতির ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি দলের নেতা-কর্মীদের নির্বাচনে জয়-পরাজয় ভুলে দেশকে এগিয়ে নেয়ার কাজে শামিল হওয়ার আহ্বান জানান।
সমৃদ্ধির পথে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং উন্নয়ন অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের বিজয় দরকার ছিল বলে মন্তব্য করেন দলটির সভাপতি।
সরকারপ্রধান বলেন, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ঘিরে বিএনপি যে ঘটনা ঘটিয়েছে, তা আরও ঘটাতে পারে।
তিনি বলেন, বিভিন্ন জরিপের ফল মাথায় রেখেই বিএনপি এবারের নির্বাচনে আসেনি।
যৌথসভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা এবং সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।