যুক্তরাষ্ট্রে চলতি বছরের ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে আইওয়া ককাসে বড় জয় পেয়েছেন ডনাল্ড ট্রাম্প।
বেশ কিছু ফৌজদারি মামলার মধ্যেই স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত ককাসে জয়ী হন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আইওয়াতে রিপাবলিকান চার প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ফ্লোরিডার গভর্নর ৪৫ বছর বয়সী রন ডিসান্টিস দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে তৃতীয় অবস্থানে আছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দূত ৫১ বছর বয়সী নিকি হ্যালি।
সংবাদমাধ্যমটি জানায়, আইওয়াতে নজিরবিহীন ব্যবধানে জয়ী হন ৭৭ বছর বয়সী ট্রাম্প, যা জাতীয় পর্যায়ে জরিপগুলোতে তার এগিয়ে থাকার প্রতিফলন।
জয়ের পর নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘ধন্যবাদ আইওয়া, আমি তোমাদের সবাইকে ভালোবাসি!!!’
নির্বাচনি গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের হিসাব অনুযায়ী, সম্ভাব্য ভোটের ৯৫ শতাংশ গণনা শেষে ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ, যেখানে ডিসান্টিস ২১ শতাংশ এবং হ্যালি পান ১৯ শতাংশ।
ট্রাম্পের আগে আইওয়াতে রিপাবলিকান ককাসে সাম্প্রতিক বছরগুলোতে এত বড় ব্যবধানে জয় দেখা যায়নি। ১৯৮৮ সালে ১২ দশমিক ৮ শতাংশ বেশি ভোট পেয়ে জয়ী হন বব ডোল।
এদিকে আট শতাংশের কম ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন উদ্যোক্তা বিবেক রামাস্বামী। সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।