Monday, April 21, 2025

সর্বশেষ

কয়েকটি যানবাহন ও যাত্রী নিয়ে পদ্মায় ডুবল ফেরি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা ১৭টি যানবাহন নিয়ে নদীতে ডুবে গেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

এসময় ফেরিতে কয়েকটি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সঙ্গে শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করেছে স্থানীয়রা।

সকাল সাড়ে ৯টার দিকে ফেরিটি পানিতে সম্পূর্ণ তলিয়ে যায়। এরপর সেখানে বয়া ফেলে ফেরি ডোবার স্থানটি চিহ্নিত করে দেয়া হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে নোঙর করে রাখা রজনীগন্ধা ফেরিটিকে একটি বাল্কহেড ধাক্কা দিলে ফেরির তলা ফেটে যায়। এরপর সেটি আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে।

বাল্কহেডটিকে চিহ্নিত করতে পারেনি কেউ।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.