Thursday, December 5, 2024

সর্বশেষ

১০ ডিসেম্বর সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তাকে আওয়ামী লীগের চিঠি

আগামী ১০ ডিসেম্বর রোববার রাজধানীতে সমাবেশ করতে অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ওই দিন বেলা ৩টায় সমাবেশ করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশের অনুমতি চেয়ে আজ রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা একটি চিঠি ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেবেন। সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।

গত শুক্রবার রাতে আওয়ামী লীগের সমাবেশের ঘোষণা দেওয়ার পর শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি। সে জন্য এখন আইনশৃঙ্খলাসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশের বিষয়টিও নিয়ন্ত্রণ করবে সাংবিধানিক সংস্থাটি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.