Monday, April 21, 2025

সর্বশেষ

ওভারটেক করতে গিয়ে বাস ঢুকে গেল দোকানে, আহত ১২

নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেলচালককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এতে বাসযাত্রীসহ ১২ আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- আবদুর রহীম (৫০), গোপাল আশ্চর্য (৫০) ও নজরুল ইসলাম (৩৫)।

বুধবার দিবাগত রাতে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কে মিরওয়ারিশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

মীরওয়ারিশপুরের বাসিন্দা সবুজ চৌধুরী বলেন, রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলা থেকে চৌমুহনীগামী যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। খুঁটি ভেঙে সড়কের পাশের মুকুল ফার্মেসিতে ঢুকে পড়ে বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.