Thursday, December 5, 2024

সর্বশেষ

পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানে, নিহত ৭

ইরান মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালানোর পর পাকিস্তান এবার ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে সাতজন নিহত হয়েছে।

পাকিস্তান বলেছে, তাদের হামলা ইরানের সিস্তান-বেলুচেস্তান প্রদেশে ‘সন্ত্রাসী আস্তানায়’ আঘাত করেছে। খবর-বিবিসি

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, সব ধরনের হুমকির বিরুদ্ধে পাকিস্তানকে রক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন ‘জঙ্গি’ নিহত হয়েছে।

ইরানের গণমাধ্যমে বুধবার সন্ধ্যায় জানানো হয়েছে, পাকিস্তান-ইরান সীমান্তের কাছে অবস্থিত সারাভান শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পাকিস্তানে ইরানের হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। নয়াদিল্লি বলেছে, এটি ‘ইরান ও পাকিস্তানের বিষয়’।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.