Sunday, April 20, 2025

সর্বশেষ

চীনে স্কুলে আগুন লেগে ১৩ প্রাণহানি

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে ১৩ জন প্রাণ হারিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে শনিবার এ কথা বলা হয়েছে।

সিনহুয়া আরও জানায়, হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর স্থানীয় দমকল বাহিনীকে শুক্রবার রাত ১১টার দিকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে ১৩ জনের প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে কতোজন শিশু তা বলা হয়নি। এদিকে এ ঘটনায় আহত হয়েছে একজন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আগুন লাগার কারণ স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। তবে ঘটনায় জড়িত সন্দেহে অন্তত একজনকে আটক করা হয়েছে।

ইয়ানশানপু গ্রামটি নানাংয়ের উপকণ্ঠে অবস্থিত। নানাংয়ে প্রায় এক কোটি লোক বাস করে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.