Wednesday, December 4, 2024

সর্বশেষ

নির্বাচন কমিশনে আপিল করার প্রস্তুতি নিচ্ছি: মাহি

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এদিকে মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান মাহি।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার যোগ্যতা হিসেবে মাহির জমা দেয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ‘ভুয়া স্বাক্ষর’ পাওয়ার অভিযোগে মনোনয়নপত্র বাতিলের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এর আগে গণমাধ্যমে মাহি বলেন, আমার মনোনয়নপত্র বাতিল হোক একটি শ্রেণী চায়, এরজন্য এরা সব চেষ্টাই করে যাচ্ছে। তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নেব। আগে আপিল করি।

তিনি আরও বলেন, যে গ্রাউন্ডে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তা খুবই নগণ্য এবং ভুল বিষয়। আমার কাছে সঠিক কাগজপত্র আছে। আমি নির্বাচন কমিশনে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আপিলে আমি আমার মনোনয়নপত্র সঠিক বলে রেজাল্ট পাবো। এটা বিশ্বাস করি আমি।

আপিল করে মনোনয়নপত্র না পেলে কী করবেন?
এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, কেন পাবো না। বললাম না যে গ্রাউন্ডে বাতিল করা হয়েছে সেটা খুবই সামান্য। মনোনয়নপত্র সঠিক হিসেবেই ফিরে পাবো। এরপরে যদি না হয় তাহলে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এরপরে উচ্চ আদালতে প্রয়োজনে যাবো।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.