Wednesday, December 4, 2024

সর্বশেষ

এক দিনে দুই বাংলায় জয়ার সুবাস

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমানতালে অভিনয়ের সুবাস ছড়িয়ে যাচ্ছেন। মডেল হিসেবে যাত্রা নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। নাটক দিয়ে আলোচনায় আনেন। এরপর কাজ করেন সিনেমায়। গেল কয়েক বছরে তিনি কলকাতার সিনেমায়ও নিয়মিত শিল্পী। শুধু বাঙালি নয়, জয়া আহসান এখন ভারতীয় দর্শকের কাছেই পরিচিত নাম। সম্প্রতি ‘কড়ক সিং’য়ের মাধ্যমে বলিউডেও পা রাখলেন দেশের জনপ্রিয় এ অভিনেত্রী। ছবিটি পেয়েছে তুমুল প্রশংসা, তিনিও হয়েছেন প্রশংসিত!

এ মুহূর্তে দুই দেশে তার বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ৯ ফেব্রুয়ারি দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন ‌‘দেবী’ খ্যাত এ অভিনেত্রী। সেদিন এপার ও ওপারে মুক্তি পাবে তার দুটি সিনেমা। বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’ আর পশ্চিমবঙ্গে ‘ভূতপরী’।

দুই দেশে এক দিনে দুই সিনেমার মুক্তির ঘটনা একজন অভিনেত্রীর ক্যারিয়ারের জন্য বিরল। বিষয়টাকে জয়া আনন্দের বলেও মনে করছেন। তিনি বলেন, ‘ভিন্ন দুটি গল্প, ভিন্ন দুটি চরিত্র নিয়ে একই দিনে ভিন্ন দুটি দেশের দর্শকের সামনে হাজির হওয়াটা অসাধারণ অভিজ্ঞতা আমার জন্য। আমার জন্য বিষয়টি আরও স্পেশাল কারণ দুটি ছবিই নারীকেন্দ্রিক। দারুণ দুটি চরিত্রে আমাকে দেখবে দর্শক। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছবিগুলো দেখার জন্য।’

পেয়ারার সুবাস সিনেমাটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। এর প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। পরিচালক আতিক বলেন, ‘দীর্ঘ আট বছর পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে, আমি সেটাই জানি। আমাদের প্রচারও চলছে।’

এরই মধ্যে ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। সেখানে জয়ার সঙ্গে দেখা গেছে তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠুর মতো তারকাদের। এর কাহিনীতেও আছে রহস্য, রোমাঞ্চ। জয়া বলেন, ‘পেয়ারার সুবাস নুরুল আলম আতিকের আরও একটি অনন্য নির্মাণ। এ ছবির গল্প ও চরিত্রগুলো দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’

অন্যদিকে ১ জানুয়ারি নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ভূতপরী’ ছবির প্রচার শুরু করেছেন জয়া। এ ছবিটি নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। ২ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলারে আভাস মিলেছে, এ ছবিতে গা ছমছমে ভয়ের ছোঁয়া আছে, আছে রহস্যের রোমাঞ্চ। লাল শাড়ি আর শরীর ভর্তি গহনা পরে গ্রামে ঘুরে বেড়ায় বনলতার আত্মা। সে সবাইকে ভয় দেখায়। সে সবাইকে দেখতে পায় কিন্তু ছুঁতে পারে না। আবার ক্ষতিও করতে পারে না। তবে সে যদি কারও স্বপ্নে দেখা দেয় তাকে দিয়ে ক্ষতি অবশ্যই করাতে পারে। একদিন সে আবিষ্কার করে সে একটি বাচ্চা ছেলেকে ছুঁতে পারছে! আর সেটা দেখেই ভয় পেয়ে যায়। কিন্তু কেন? মানুষ নয়, একটি ভূত মানুষকে ভয় পাচ্ছে কেন? আর কীভাবেই বা সে ভূত পরী হয়ে উঠবে? আদৌ কি ভূতেদের মৃত্যু হয়? এসব প্রশ্নই উস্কে দিল এ ছবির ট্রেলার। এসব গল্পের ভেতর গল্পকথককে বলতে শোনা যায়, বহু আগে এ গ্রামে সতীদাহ প্রথা ছিল! তবে বনলতার আত্মা তেমন কেউ? তার কি আছে কোনো ভয়াবহ অতীত?

জয়া বলেন, ‘এ ছবি শুধু ভূত আর ভয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নারী চরিত্রের মৃত্যুরহস্যের মাধ্যমে ক্রাইম-থ্রিলার ঘরানাকেও ছুঁয়ে যায়।’

এ ছবিতে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল ও বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ।

এদিকে ২০ জানুয়ারি বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হয়েছে জয়া আহসান অভিনীত ইরানি ছবি ‘ফেরেশতে’। এ ছবি দিয়েই দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তাজা অতাশ জমজম। উৎসবে প্রদর্শিত হওয়ার পর ছবিটি বেশ প্রশংসা পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.