Saturday, July 19, 2025

সর্বশেষ

ইরাক সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা শুরু যুক্তরাষ্ট্রের

ইরাক ও সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে লক্ষ্য করে শুক্রবার বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়, বিমান হামলাকে গত রোববার জর্ডানে ড্রোন হামলায় আমেরিকান তিন সেনা নিহত হওয়ার জবাবে ‘বহু স্তরের’ প্রতিক্রিয়া হিসেবে আখ্যা দিয়েছে বাইডেন প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, দেশটির বাহিনী ৮৫টি লক্ষ্যবস্তুতে আইআরজিসির অভিজাত কুদস ফোর্স ও সংশ্লিষ্ট মিলিশিয়াদের ওপর হামলা চালিয়েছে। এসব হামলায় বিপুলসংখ্যক বিমান ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়ন করা দূরপাল্লার বোমারু বিমান।

সেন্ট্রাল কমান্ড আরও জানায়, যুক্তরাষ্ট্রের বিমান থেকে ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ওপর ১২৫টির বেশি দূর নিয়ন্ত্রিত অস্ত্র ছোড়া হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল কমান্ড ও গোয়েন্দা কেন্দ্র, রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং আনুষঙ্গিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহ করার উদ্দেশ্যে ব্যবহৃত স্থাপনাগুলো।

বিমান হামলা নিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া আজ (শুক্রবার) শুরু হয়েছে। আমাদের পছন্দমতো সময় ও স্থানে এটি অব্যাহত থাকবে।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.