Monday, April 21, 2025

সর্বশেষ

বিআইডব্লিউটিএ গুদামের আগুন সাড়ে ৫ ঘণ্টায়ও নেভেনি

নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে লাগা আগুন দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টায়ও নেভানো সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

প্লাস্টিক ও রাবারের তৈরি জিনিসপত্র থাকায় আগুন নেভাতে সময় লাগছে। তবে আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

২০১৮ সালে আগুনে ক্ষতিগ্রস্ত সামগ্রীর স্তূপে আবারও কিভাবে আগুন লাগল তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করছে বিআইডব্লিউটিএ।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে গোডাউনের মাঠে পরিত্যক্ত স্থানে থাকা মালপত্রে এই আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

বিআইডব্লিউটিএ গুদামের আগুন সাড়ে ৫ ঘণ্টায়ও নেভেনি
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গুদামের দক্ষিণ পাশে স্তূপাকারে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। এই পাইপগুলো মূলত ড্রেজিংয়ের কাজে জাহাজে ব্যবহার করা হয়ে থাকে।

বিআইডব্লিউটিএর এই গুদামে ড্রেজারের প্লাস্টিকের পাইপসহ অন্যান্য সরঞ্জামে আগুন লাগে। শুরুতে গুদামের ভেতরে থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে একে একে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে সাড়ে ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ঘটনাস্থলে ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ‘আগুন যেখানে লেগেছে সেটি পরিত্যক্ত স্থান। এখানে কয়েক বছর আগে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত মালপত্র ছিলো। সেই মালপত্রেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

‘এখানে প্লাস্টিক ও রাবারের তৈরি জিনিসপত্র থাকায় আগুন নেভাতে সময় লাগছে। তবে আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

‘সবশেষ ৯টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’

এদিকে আগুন লাগার খবর পেয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকসহ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘২০১৮ সালের নভেম্বর মাসে একই স্থানে প্লাস্টিক পাইপে আগুন লেগেছিল। ওই সময় আগুনে পোড়া অংশবিশেষ নদীর তীরবর্তী স্থানে স্তূপ করে রাখা হয়েছিল। সেখানেই স্তূপীকৃত পাইপে আবারও আগুন লাগে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। এখানে সিসি ক্যামেরা আছে। আমরা সেই ক্যামেরার ফুটেজ দেখে আগুনের সূত্রপাত সম্পর্কে জানার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আগুনের ঘটনায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শুষ্ক মৌসুমের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আর এগুলো আগের পোড়া পরিত্যক্ত সামগ্রী ছিল। তাই নাশকতার কোনো আশঙ্কা করছি না। তারপরও বিষয়টি তদন্ত করার জন্য কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.