Wednesday, December 4, 2024

সর্বশেষ

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে সাবিনা ইয়াসমীন

ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন গানের পাখি সাবিনা ইয়াসমীন। নানা সূত্রে এমন খবর প্রকাশ হয় গণমাধ্যমে। তবে এই খবর সঠিক নয় বলে দাবি করলেন গানের এই কিংবদন্তি।

তিনি অনুরোধ করেছেন বিভ্রান্তিমূলক তথ্য কিংবা সংবাদ না ছড়ানোর জন্য। এক অডিও বার্তায় সাবিনা ইয়াসমীন জানান, নিয়মিত চেকআপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি আপনাদের সাবিনা ইয়াসমীন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতি বছর নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকআপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।’

অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী বলেন, ‘ডাক্তারের সঙ্গে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে। ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকব। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলব। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসব ইনশাআল্লাহ।’

এ সময় সাবিনা ইয়াসমীন সবার উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, ‘সবার প্রতি একটা অনুরোধ; অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে দিয়ে জাতিকে বিভ্রান্তিতে ফেলবেন না। যা আমার এবং বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য কষ্টের কারণ হয়।’

এর আগে ২০০৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাংলা গানের এই পাখি। সবার সহযোগিতায় সেবার ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এই শিল্পী।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.