রাজধানীর বেইলি রোডের একটি ভবনে বৃহস্পতিবার রাতে ধরা আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী আগুনের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শনাক্ত করা গেছে ৪০ জনকে।
তিনি আরও জানান, ৩৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বেইলি রোডের ভবনটির আগুন এখনও পুরোপুরি নেভেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জানান, আগুন এখনও সম্পূর্ণ নেভেনি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আগুনে হতাহতের বিষয়ে বৃহস্পতিবার গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, আগুনে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২২ জন গুরুতর দগ্ধ হয়েছেন।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বেইলি রোডের ভবনটিতে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে যায় বাহিনীর প্রথম ইউনিট। ১৩টি ইউনিট রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাহিনীটি আরও জানায়, আগুনের ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ১৫ নারীসহ ৭৫ জনকে। এ ছাড়া তিনজনকে মৃত ও ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।