পেরুর পাতাজ প্রদেশের পোদেরোসা স্বর্ণের খনিতে সন্ত্রাসীদের হামলায় নয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
গত শনিবার স্থানীয় সময় মধ্যরাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, পুলিশ সাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
এ সময় পুলিশকে সহায়তার জন্য দেশটির বিশেষ বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছিল।
বিবৃতিতে আরও জানানো হয়, সন্ত্রাসীরা খনিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে প্রবেশ করে। পরে খনির ভেতরে থাকা স্বর্ণ উত্তোলনকারী প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সন্ত্রাসীরা চারজনকে জিম্মি করে।
দেশটির প্রাক্তন বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তারের প্রতিবাদে গত বছর থেকে দেশটিতে আন্দোলন চলছে। আন্দোলনের মধ্যেই দেশটির খনিগুলোতেও হামলা করে বিক্ষোভকারীরা।
পেরু বিশ্বের অন্যতম প্রধান স্বর্ণ ও রূপা উৎপাদনকারী দেশ। সূত্র: রয়টার্স