Wednesday, December 4, 2024

সর্বশেষ

গাউছিয়া কাঁচাবাজারে আগুনে পুড়ল ১৮০ দোকান, দাবি ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতার একটি বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

গাউছিয়া কাঁচাবাজারে রোববার রাত সাড়ে তিনটার দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন,‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলসহ ১০টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে, তবে কাঁচাবাজারের দোকানপাট পুড়ে ছাই হয়।

‘তার মধ্যে চাল, ডালসহ নিত্যপণ্যের দোকানের সংখ্যা বেশি ছিল, তবে আগুন কীভাবে লাগল, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

গাউছিয়া কাঁচাবাজারের এক ব্যবসায়ী বলেন, ‘এ বাজারে ১৮০টি দোকান আগুনে পুড়ে গেছে। আমার কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ঈদ উপলক্ষে ব্যাংক থেকে লোন নিয়ে দোকানের মালামাল কিনেছি।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.