পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে বুধবার সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে চারজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
দ্বীপরাষ্ট্রটির সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, কমপক্ষে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমকম্পনে কম বসতিপূর্ণ ও পার্বত্য পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনে এসব হতাহতের ঘটনা ঘটে।
তাইওয়ানের ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয় দক্ষিণ জাপান এবং ফিলিপাইনে, যা পরবর্তী সময়ে তুলে নেয়া হয়।
দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভূমিকম্পে কমপক্ষে ২৬টি ভবন ধসে গেছে, যেগুলোর অর্ধেকের বেশি হুয়ালিয়েনে পড়েছে। বিভিন্ন ভবনে আটকা পড়েছে প্রায় ২০ জন মানুষ, যাদের উদ্ধারে তৎপরতা চলছে।
তাইওয়ানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ফুটেজে দেখা যায়, হুয়ালিয়েনে হেলে পড়েছে বিভিন্ন ভবন। অঞ্চলটিতে উপকূলের কাছে সমুদ্রে সকাল আটটার দিকে ভূমিকম্প আঘাত হানে, যে সময়টায় লোকজন কর্মস্থল এবং শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলে এর গভীরতা সাড়ে ১৫ কিলোমিটার।
রাজধানীর তাইপের একটি হাসপাতালের কর্মী ৬০ বছর বয়সী চ্যাং ইয়ু-লিন বলেন, ‘এটি (ভূমিকম্প) ছিল খুবই শক্তিশালী। মনে হচ্ছিল যে বাড়িটি উল্টে পড়ে যাবে।’