Wednesday, December 4, 2024

সর্বশেষ

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে গাইলেন জয়া আহসান

‘তাঁতী’ শিরোনামের গানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন। এ গানটি বাংলাদেশের তাঁতীদের গল্প বলে।

গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী এবং লুইস অ্যান্থনি, যিনি ওলি বয় নামেই অধিক পরিচিত। শতরূপা ঠাকুরতা রায়, মোঃ গঞ্জের আলী এবং লুইস অ্যান্থনি’র লেখা এই গান প্রযোজনা করেছেন তৃতীয় সিজনের মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব।

তাঁতী একজন শিল্পী, কাপড়ের বুননে যিনি ফুটিয়ে তোলেন আমাদের সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস। কাপড় বোনার সময় এক ধরনের ছন্দ তৈরি হয়। তাঁতের শব্দের সাথে প্রতিটি সুতা যেন হয়ে ওঠে গানের এক একটি চরণ। আর প্রতিটি চরণ এই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে । এই শব্দ, এই বিষয়টিই তুলে ধরা হয়েছে কোক স্টুডিও বাংলা’র নতুন গানটিতে। তাঁতী গঞ্জের আলী’র সাথে অর্ণবের সুর মিলে গানটি এই শৈল্পিকতাকে প্রকাশ করেছে। এর সাথে যুক্ত হয়েছে ওলি বয়ের অ্যাফ্রোবিটের ফিউশন। বাংলাদেশে বসবাসকারী নাইজেরিয়ান এই শিল্পীর পরিবেশনা গানটিতে যোগ করেছে নতুন মাত্রা। গানে আরও আছে জয়া আহসানের একটি বিশেষ ক্যামিও, যিনি একইসাথে গানের ব্যাকগ্রাউন্ড ভোকালেরও অংশ।

কোক স্টুডিও বাংলা’র অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে শোনা যাচ্ছে ‘তাঁতী’ গানটি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.