চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বোটক্লাবের পাশে কর্ণফুলী নদীতে বিমানটি বিধ্বস্ত হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানে থাকা দুইজন পাইলট প্যারাসুটের মাধ্যমে অবতরণ করেছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাসলিম আহমেদ বলেন, পৌনে ১১টার দিকে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ইয়াক-১৩০ বোট ক্লাবের পাশে বিধ্বস্ত হয়। খবর পেয়ে আমাদের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা জেনেছি, বিমানে থাকা দুইজন পাইলট প্যারাস্যুটের মাধ্যমে অবতরণ করেছেন। বিমানটি রানওয়ের বাইরে বিধ্বস্ত হওয়ায় এতে শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়নি। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর তাতে আগুন ধরে যায়। এ সময় পাইলটরা বিমানটি অবতরণের চেষ্টা করেন। কিন্তু তাতে সক্ষম না হওয়ায় পরে দুই পাইলট প্যারাস্যুটের মাধ্যমে অবতরণ করেন। বিমানটি বিধস্ত হয়ে বোট ক্লাবের পাশে নদীতে ধসে পড়ে।