Sunday, April 20, 2025

সর্বশেষ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ: হোয়াইটওয়াশের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হারানো রুটিনে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। চলতি পাঁচ ম্যাচ টি- টোয়েন্টি সিরিজের টানা চার ম্যাচ জিতেছে টাইগাররা। এখন হোয়াইটওয়াশের দোরগোড়ায় নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। এমনি অবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো ঘরের মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ রবিবার (১২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। ম্যাচ শুরুর আগে টস জিতেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগে ব্যাট করতে নামবে টাইগাররা।

হোয়াইটওয়াশ মিশনে আগের ম্যাচের মতো এই ম্যাচেও টাইগারদের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগেরদিন বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে।

 

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদি হাসান, ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, ‍লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও শন উইলিয়ামস।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.