Thursday, December 5, 2024

সর্বশেষ

এসএসসি: ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেয়া সব পরীক্ষার্থী পাস করেছে, তবে ৫১টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেনি মাধ্যমিকের চূড়ান্ত এ পরীক্ষায়।

গত বছর এসএসসিতে ২৯ হাজার ৭১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শূন্য পাসের হার ছিল ৪৮ প্রতিষ্ঠানে। আর শতভাগ পাস ছিল ২ হাজার ৩৫৪টিতে।

এর আগে গণভবনে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হয়।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে পাস করেছে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ফলের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, এ বছর সব শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে দুই দশমিক ৬৫ শতাংশ।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.