Saturday, April 19, 2025

সর্বশেষ

যুদ্ধাপরাধের মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মো. আবু বক্কর সিদ্দিক (৮০) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত মান্দার সর্দারের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব- ১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক, লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, রোববার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, কুমিল্লায় এক আত্মীয়ের বাড়ীতে আত্মগোপনে ছিলেন ওই আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে তাকে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.