ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্টসহ সব যাত্রীকে নিহত ঘোষণা করা হযেছে বলে সোমবার জানিয়েছে প্রেস টিভি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান ও জোলফা শহরের মধ্যবর্তী দিজমার বনে বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি।
এর আগে ইসলামি প্রজাতন্ত্রের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতিসহ হেলিকপ্টারের সব আরোহী শহীদ হয়েছেন।
এদিকে ইরানের এক কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পার্বত্য অঞ্চলে বরফশীতল আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
নাম প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেন, ‘দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হন।’
মেহের নিউজের খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের ঘন বন এলাকায় বিধ্বস্ত হয়। সোমবার সকালে আকাশযানটির সব আরোহীকে শহীদ ঘোষণা করা হয়।
বার্তা সংস্থাটি আরও জানায়, হেলিকপ্টারটিতে অন্য যাত্রীদের মধ্যে পূর্ব আজারবাইজান প্রদেশে ইসলামি বিপ্লবের নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলি আলে-হাশেমও ছিলেন।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করার কথা জানান ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পিরহোসেইন কলিভান্দ।