এভারেস্ট জয়ের পর এবার প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন চট্টগ্রামের বাবর আলী।
নেপালের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিট (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে) বাবর আলী লোৎসে পৌঁছান।
‘ভার্টিক্যাল ড্রিমার’ নামের সংগঠনটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পর্বতারোহী মাউন্ট লোৎসের শিখর স্পর্শ করলেন। মূলত বাবর আলী এ অভিযানে মাউন্ট এভারেস্টের পাশাপাশি মাউন্ট লোৎসের শীর্ষে যাওয়ার পরিকল্পনা নিয়েই এপ্রিলের শুরুতে দেশ ছাড়েন। বাংলাদেশের পর্বতারোহীরা এর আগে মাউন্ট এভারেস্টের শীর্ষে সামিট করলেও একই অভিযানে দুইটি আট হাজারি পর্বত (এভারেস্ট ও লোৎসে) কোনো বাংলাদেশি সামিট করেননি।
অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান বলেন, ‘লোৎসে সামিটের পর বাবর রেডিওতে সামিটের সংবাদ পাঠান বেজ ক্যাম্পে। বেজ ক্যাম্পের দায়িত্বশীলরা এ সংবাদ পৌঁছে দেন আমাদের কাছে।’
এর আগে রোববার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন চট্টগ্রামের বাবর আলী। তার এ সাফল্যের মধ্য দিয়ে ১১ বছর পর ফের এভারেস্ট বিজয় হয় বাংলাদেশের।
স্থানীয় সময় রোববার সকাল সাড়ে আটটায় (বাংলাদেশের সময় পৌনে ৯টা) বাবর এভারেস্টের চূড়ায় পৌঁছান বলে জানায় ভার্টিক্যাল ড্রিমার।