মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর অনেক পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদী রক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজারের স্থানীয় সাংবাদিক এম এ হামিদ জানিয়েছেন, মৌলভীবাজারের দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। যারা পেরেছেন, আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছেন।
“এখানকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। বাড়িতে পানি উঠে যাওয়ায় অনেকে রাস্তার ওপর বসবাস করছেন। চরম খাদ্য সংকট দেখা দিয়েছে,” বলেন তিনি।
তিনি জানান, সরকারিভাবে ত্রাণ দিচ্ছে বলা হলেও অনেকেই তা পাচ্ছেন না।
এছাড়া, এই জেলার কমলগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।