Wednesday, December 4, 2024

সর্বশেষ

পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ শ্রীলেখার

মালয়ালি পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার দাবি, রঞ্জিত তার সঙ্গে অসংযত আচরণ করেছেন। এমনকি তাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। পরিচালক রঞ্জিত ভারতের কেরালার রাজ্য চলচ্চিত্র অ্যাকাডেমির প্রধান।

শ্রীলেখা মিত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ সিনেমার অডিশনের সময়ে তাকে যৌন হেনস্থা করেন পরিচালক রঞ্জিত।

তিনি বলেন, আমি এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে গেলেন তার শোয়ার ঘরের দিকে ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম।

অভিনেত্রী বলেন, হঠাৎ আমার হাতের চুড়িগুলি নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা মহিলারা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ তার সঙ্গে আমার তেমন বন্ধুত্বও ছিল না। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তারপর তিনি আমার ঘাড়ে ও চুলে স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।

এই ঘটনার পর অনেক আতঙ্কে ছিলেন জানিয়ে শ্রীলেখা মিত্র বলেন, আমি এই ঘটনা কারও সঙ্গে ভাগ করে নিতে পারছিলাম না। এই ঘটনার পরে আমি নিজের হোটেলে যাই এবং খুব আতঙ্কে সারা রাতটা কাটাই। মনে হচ্ছিল, কেউ যদি এসে দরজায় কড়া নাড়ে। আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম।

হেনস্থার এই ঘটনার পরে তাকে কলকাতা ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শ্রীলেখা।

বিজ্ঞাপন

তবে শ্রীলেখার অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন পরিচালক রঞ্জিত। তিনি বলেন, চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণনের উপস্থিতিতে আমি ওর (শ্রীলেখা) সঙ্গে কথা বলেছিলাম। গল্প শোনার পর শ্রীলেখা খুশি হয়েছিলেন। আমি একটু সংশয়ে ছিলাম কোন চরিত্র শ্রীলেখাকে দেওয়া যাবে।

কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো চরিত্র দেওয়া হয়নি বলে তিনি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, দাবি পরিচালকের।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.