Thursday, December 5, 2024

সর্বশেষ

খুলেছে অধিকাংশ পোশাক কারখানা, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ঢাকার সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিকদের বিক্ষোভের পর অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলেছে। শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে বেলা ১১টার দিকে কর্মবিরতির মুখে ১৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, শিল্পাঞ্চলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। চলছে সেনা টহল।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি। প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে।

এদিকে, সকাল ১০টার পর থেকেই বেশ কিছু কারখানায় কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। প্রায় ১৭টি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা চলে যান। কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়নি তাদের।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শ্রমিকরা কাজ না করায় এবং কিছু কারখানার ম্যানেজমেন্ট না আসায় আজ ১৭টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা নিরসনের চেষ্টা করে যাচ্ছি। তবে গত কয়েকদিনের তুলনায় আজ শিল্পাঞ্চলের পরিবেশ অনেক ভালো। রাস্তাঘাট ক্লিয়ার আছে, কোথাও কোনও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেনি। শ্রমিকরা কাজ না করায় কিছু কারখানা ছুটি দিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘একটা কারখানার শ্রমিকরা কাজ না করে বের হয়ে গেলে দেখা যায়, তারা চেষ্টা করেন অন্যান্য কারখানায় তাদের পরিচিতদের বের করে আনার। এ কারণে সমস্যা না থাকলেও অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছে।’

উল্লেখ্য, গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়া কয়েকটি কারখানার শ্রমিক ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিল। শিল্প-কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। ইতোমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.