Saturday, April 19, 2025

সর্বশেষ

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম গ্রেপ্তার

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পালানোর সময় দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ছিলেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

আটক অপর ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম। এরি মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.