Thursday, December 5, 2024

সর্বশেষ

ত্রুটি অধরা, আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রো চলাচল সাময়িক বন্ধ

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সকাল ৯টা ৪০ মিনিটে এ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে বলে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে। ফেসবুকে ডিএমটিসিএলের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল তরফে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত অদ্য সকাল ৯ টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।’

ডিএমটিসিএলের কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া আজ সকাল সোয়া ১০টা দিকে প্রথম আলোকে বলেন, মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে সাময়িকভাবে। তবে কোন ধরনের কারিগরী ত্রুটির জন্য এটা হলো তা নিশ্চিত হতে পারিনি। খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.