রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের গুলিতে মো. শানেমাজ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শানেমাজ নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্ট কাজ করতেন। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে বসবাস করতেন।
নিহতের বোন নাসরিন আখতার জানান, আমার ভাই নারায়ণগঞ্জে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। রাতে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের ভেতরে গোলাগুলি হয়। ওই সময় আমার ভাই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।