দ্বিতীয় দিনের শুরুটা ভালো করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে প্রথম ৪ ওভারে ১৩ রান তুলেছে তারা। দিনের চতুর্থ ওভারে হাসান মাহমুদের প্রথম দুই বলে দুটি চার মেরে ১৫০ রান পার করেছে প্রোটিয়ারা।
দ্বিতীয় দিনে প্রথমবারের মতো বোলিংয়ে মেহেদি হাসান মিরাজ। হাসান, তাইজুলরা পারেননি, মিরাজ কি পারবেন? দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ১৭৩। প্রথম ইনিংসে তাদের লিড এখন ৬৭ রানের।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৩৪ রানে এগিয়ে থেকে সকালে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। খেলা শুরুর আগে পিচ রিপোর্টে শন পোলক জানান, আজও উইকেটে গতকালের মতো সুইং থাকবে। সকালের শুরুতে পেসাররা সুবিধা পাবেন। স্পিনাররাও টার্ন পাবেন বলে মনে করেন পোলক।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে গতকাল দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের খেলা শেষ করে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে।