Wednesday, December 4, 2024

সর্বশেষ

এক যুগ বাদে দেশের মাটিতে টেস্ট সিরিজ খোয়াল ভারত

নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষে ৩০১ রানের নিতেই ভারতের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তৃতীয় দিনে এসে সফরকারীরা লিডটা বাড়িয়ে নেয় আরও। তাতে রোহিত শর্মাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের। পুনের স্পিনবান্ধব উইকেট এই স্কোর ছোঁয়া দুঃসাধ্যই। তারওপর আবার চতুর্থ ইনিংস। স্বাগতিক ব্যাটাররা পারেননি অলৌকিক পারফরম্যান্স উপহার দিতে। ভারতের ব্যর্থতায় ফল যা হওয়ার তাই হয়েছে। কিউইরা তিন দিনেই ম্যাচ জিতে নিয়েছে ১১৩ রানে। এর আগে প্রথম টেস্টও জিতেছিল ব্ল্যাক ক্যাপস শিবির। টানা দুই জয়ের সুবাদে তিন ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে নিশ্চিত করল অতিথিরা।

নিজেদের মাঠে গত ১২ বছরে টেস্ট সিরিজ হাতছাড়া করেনি ভারত। ভারতের মাটিতে সবশেষ সিরিজ জিতেছে ইংল্যান্ড। ২০১২ সালে ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ২-১ এ নিজেদের করে ফিরেছিল ইংলিশরা। পরে ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চ থেকে দেশের মাটিতে ভারতের অপরাজিত থাকার অভিযাত্রার শুরু- অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতার মধ্য দিয়ে। পুনেতে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত দাপুটে কিছু দেখাতে না পারায় ১২ বছর ধরে চলা সিরিজ জয়ের সেই জয়রথটা এবার থেমেই গেল ভারতের।

১২ বছরে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর এবার অবশেষে হারল ভারত। পুনে টেস্টে তিন দিনেই রোহিত শর্মাদের ১১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ৬৯ বছরে ১৩ বারের চেষ্টায় প্রথমবারের মতো ভারতের মাঠে টেস্ট সিরিজ জিতল কিউইরা।

এক রকম অসম্ভবকে সম্ভব করতেই ব্যাট হাতে মাঠে নেমেছিল ভারতীয় ব্যাটাররা। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। ২৪৫ রানেই থেমে গেছে তাদের দ্বিতীয় ইনিংস। ওপেনার যশস্বী জয়সওয়াল কেবল ব্যাট হাতে লড়াই করেন। ৬৫ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৭৭ রানের দারুণ এক ইনিংস। তবে এটা মোটেই যথেষ্ট ছিল না। শেষ দিকে ব্যাটিং দৃড়তা দেখানোর চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা। তার ব্যাট থেকে আসে ৪২। শুভমান গিল ২৩ ও ওয়াশিংটন সুন্দর ২১ রান এনে দিয়ে ফেরেন সাজঘরে। ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করা মিচেল স্যান্টনার এ ইনিংসে পান ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার উইকেট দাঁড়াল ১৩।
তার আগে ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের অপরাজিত টম ব্লান্ডেল ৪১ আর গ্লেন ফিলিপস ৪৮ রান নিয়ে বিদায় নেন উইকেট থেকে। তাতে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৫৫। কিউইদের লিড দাঁড়ায় ৩৫৮।

প্রথম ইনিংসে শুক্রবার ভারত বিধ্বস্ত হয়েছে মাত্র ১৫৬ রানে। তাতে ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৯৮ রান সংগ্রহ করে সফরকারীরা। তাতে কিউইরা ৩০১ রানে এগিয়ে থেকে সিরিজ জয়ের স্বপ্ন বুঁনতে থাকে। প্রথম ইনিংসে সফরকারীরা করেছিল ২৫৯।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.